মঞ্চে উঠে ড্যান্স দিয়ে মাত করলেন নোরা (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: নাচ দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে বেশ পটু অভিনেত্রী নোরা ফাতেহি। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ তাঁর বেলি ড্যান্স দিয়ে অনেক দিন মনে রাখবে মানুষ। নজরকাড়া নাচে দক্ষ এই অভিনেত্রীকে সবাই এখন চেনে ‘দিলবারকন্যা’ হিসেবে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি মরক্কো যান নোরা। সেখানে একটি ব্যান্ডের সঙ্গে মঞ্চে আসেন তিনি। আর নোরা মঞ্চে আসবেন, কিন্তু নাচ নাচ হবে না, তা কী করে হয়! ওই ব্যান্ডের গানের তালে নেচেছেন নোরা। আর তা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার হওয়ামাত্রই লুফে নেয় সবাই।

সম্প্রতি ক্যারিয়ার বিষয়ে খোলামেলা কথা বলেন নোরা। তাঁকে প্রথম সারির অভিনেত্রীর তালিকায় দেখা যাচ্ছে না কেন, এ প্রশ্নেরও উত্তর দেন নোরা। তিনি জানান, কীভাবে কাজ করলে দর্শকের ভালোবাসা পাওয়া যাবে, তা এখন তিনি জানেন। সেই অনুযায়ী বর্তমানে কাজ করছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে নোরা ফাতেহি অভিনীত ‘বাটলা হাউস’ ছবিটি। এটি পরিচালনা করেছেন নিখিল আদভানি। চিত্রনাট্য রিতেশ শাহর। গত ১৫ আগস্ট মুক্তি পায় ছবিটি।

পিবিএ/বিএইচ

https://www.instagram.com/p/B33VxhBg27x/

আরও পড়ুন...