মডেল প্রেসক্লাবের কমিটি হলো গুরুদাসপুরে

পিবিএ.নাটোর: মূলধারায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে নাটোরের গুরুদাসপুরে আরো একটি প্রেসক্লাবের যাত্রা শুরু হলো।

‘পেশাদার সাংবাদিকদের সংগঠন’ স্লোগান নিয়ে গঠন করা হলো গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি। এতে সভাপতি নির্বাচিত হন দৈনিক ভোরের কাগজের গুরুদাসপুর প্রতিনিধি নাটোর কন্ঠের সম্পাদক প্রভাষক মো. মাজেম আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাপ্তাহিক গুরুদাসপুর বার্তার সম্পাদক প্রভাষক মো. সাজেদুর রহমান।

চাঁচকৈড় বাজারস্থ অদিতী কম্পিউটার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সভায় সভপতিত্ব করেন প্রথম আলোর গুরুদসাপুর প্রতিনিধি মো. আনিসুর রহমান। নয় সদস্য বিশিষ্ট পরিষদে আরো রয়েছেন, মোহনা টেলিভিশনের মো. মিজানুর রহমান (সহসভাপতি), দৈনিক করতোয়া ও ৭১ টেলিভিশনের নাজমুল হাসান নাহিদ (যুগ্ম সাধারণ সম্পাদক), দৈনিক ইত্তেফাক ও মুক্ত প্রভাতের মো. রাশিদুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), মানবকন্ঠের জালাল উদ্দিন (কোষাধ্যক্ষ), প্রতিদিনের সংবাদের মো. ইসাহক আলী প্রচার ও প্রকাশনা সম্পাদক),প্রথম আলোর আনিসুর রহমান (নির্বাহী সদস্য)।

এছাড়া সাধারণ সদস্য পদে রয়েছেন- মো. সাইদুর রহমান সাঈদ, জনি পাড়ভেজ ও আবু হেনা মোস্তফা কামাল। ২১ মার্চ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ওই কমিটি গঠন করা হয়।

পিবিএ /জেআই

আরও পড়ুন...