মডেল মসজিদ নির্মাণে রেলওয়ের আপত্তি

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামে মডেল মসজিদ নির্মাণে আপত্তি জানিয়েছে লালমনিরহাট রেলওয়ে বিভাগ। এতে সাময়িকভাবে স্থগিত হয়েছে কুড়িগ্রাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ। পুন:রায় নতুন জায়গা নির্ধারিত না হওয়া পর্যন্ত কাজ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম গণপূর্ত বিভাগ।

গণপূর্ত বিভাগ জানায়, ধর্ম মন্ত্রণালয়ের আওতায় ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের জন্য জায়গা নির্ধারণের দায়িত্ব মূলত সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের। কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য জেলা প্রশাসন থেকে পুরাতন রেল স্টেশন চত্বর নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সে অনুযায়ী দরপত্র আহ্বান ও সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশও দেওয়া হয়েছিল।মডেল মসজিদ নির্মাণে রেলওয়ের আপত্তি

কিন্তু রেল বিভাগ থেকে ভূমি বরাদ্দের বিষয়ে জেলা প্রশাসন বরাবর আপত্তি জানানোর কারণে সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ আপাতত স্থগিত রাখা হচ্ছে। এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিক আলম সিদ্দিকী বলেন, ‘রেলওয়ের জায়গা ব্যবহার করে মডেল মসজিদ নির্মাণ করার ব্যাপারে আপত্তি জানিয়ে রেলওয়ে থেকে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে।

এরই প্রেক্ষিতে সদর উপজেলার আওতাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যা জায়গা পূণনির্ধারণ করে আবারও শুর হবে। তবে কুড়িগ্রাম জেলা শহরসহ অন্য আটটি উপজেলার আওতাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ যথানিয়মে চলবে।’

জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন বলেন, ‘রেলের ভূমি বরাদ্দ না পাওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ অন্য স্থানে স্থানান্তরিত করা হবে। এজন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জায়গা নির্ধারণ হলে আবারও খুব শিগগিরই এই স্থাপনা নির্মাণ কাজ শুরু করা হবে।’

উল্লেখ্য, শীতাতপ নিয়ন্ত্রিত এসব মডেল মসজিদে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা থাকবে। মসজিদের পাশাপাশি থাকবে ইসলামি সাংস্কৃতি চর্চা কেন্দ্র, লাইব্রেরি ও মরদেহ গোছলের জন্য আলাদা জায়গা। এছাড়াও বাউন্ডারি ওয়াল ঘেরা এসব মসজিদ চত্বরে থাকবে গাড়ি পার্কিংয়ের সু-ব্যবস্থা।

পিবিএ/এমআইবি/আরআই

আরও পড়ুন...