মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা করোনায় আক্রান্ত

মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. নাসির উদ্দিন মৃধার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর রিপোর্ট এসে পৌঁছে। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে ওসির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে মতলব উত্তরে মোট ৭৯ জন আক্রান্ত। মৃতের সংখ্যা ৮ জন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এদিকে, ওসি মো. নাসির উদ্দিন তার সুস্থ্যতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।
পিবিএ/এসডি

আরও পড়ুন...