চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ ১৬ মামলার আসামি পেশাদার ছিনতাইকারী মো. জাহিদ হোসেন ওরফে জাহিদুল ইসলাম ওরফে জুয়েল (২৮) কে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) রাতে মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ জানুয়ারি ) রাতে মতিঝিলের কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণের সময় দুর্ধর্ষ ডাকাত মো. আব্দুল হান্নান, মো. খোকন সরদার ও মো. সোলেমান মৃধাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলাটি তদন্তকালে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী উক্ত ডাকাতির প্রস্তুতির ঘটনার সাথে জড়িত থাকায় জাহিদুল ইসলাম ওরফে জুয়েলকে গতরাতে গ্রেফতার করা হয়।
পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকসহ ১৬টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।