রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মো. জমির উদ্দিন (৪৫) ও মো. আলমগীর (৪১)।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে মতিঝিল থানাধীন ফকিরাপুল কাঁচা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি মতিঝিল থানাধীন ফকিরাপুল কাঁচা বাজার সংলগ্ন এলাকায় ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করে মতিঝিল ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।