মদ খেয়ে ৩ দিনে ৭২ জনের মৃত্যু

india-drag-PBA

পিবিএ ডেস্ক: মদ খেয়ে গত তিনদিনে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তরাখণ্ডের রুরকিতেও ভেজাল মদ খেয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আরও ৫০ জনের বেশি।

জানা যায়, গত তিনদিনে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে যোগির রাজ্যেরসাহরানপুর জেলাতেই ৩৬ জনের মৃত্যু হয়েছে। কুশিনগরে প্রাণ হারিয়েছেন ৮ জন। গুরুতর অসুস্থ অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি প্রায় ২৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

উত্তরাখণ্ডের রুরকিতেও ভেজাল মদ খেয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আরও ৩০ জন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৪০০ লিটার ভেজাল মদ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...