
সারাদেশে ২৪টি মন্ত্রণালয়ের ১৫৭টি প্রকল্পে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনের সঙ্গে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নির্মিত ৪৮ হাজার মেট্রিক টন খাদ্য শস্য ধারণ ক্ষমতার স্টিল রাইস সাইলো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বেলা ১১টায় গণ ভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫৭টি প্রকল্পের অন্যতম মধুপুর স্টিল রাইস সাইলো উদ্বোধন ঘোষণা করলেন। খাদ্য মন্ত্রণালয়ের আওতায এ সাইলো নির্মাণ হয়েছে।
টাঙ্গাইলের মধুপুর প্রান্তে জেলা পরিষদের মধুপুর অডিটোরিয়াম থেকে এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ও অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসিরসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীগণ, সরকারি কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে উপস্থিত সকলের মধ্যে উচ্ছ্বাস প্রকাশিত হয়েছে।