মধুমাস জৈষ্ঠের আগমনী বার্তায় উত্তর জনপদের আমের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত নওগাঁ জেলার আত্রাইয়ে আম গাছের শাখায় শাখায় দুলছে কাঁচা পাকা বাহারি রকমের আম। যা নজর কারছে প্রতিটি মানুষের। ছবিটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে তোলা। শনিবার, ৬ মে। ছবি : পিবিএ/নাজমুল হক নাহিদ।