মধু মাস চলছে। এমাসেই হরেক রকম রসালো ফল পাওয়া যায়। গাছে গাছে থোকা থোকা পাকা লিচু ঝুলছে। ঈশ্বরদী উপজেলা লিচুর জন্য বিখ্যাত। বাগান মালিকরা গাছ থেকে পাকা লিচু পেড়ে বাজারজাত করার জন্য আটি বাঁধছে। ছবিটি ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া থেকে তোলা। বৃহস্পতিবার, ১৬ মে। ছবি : পিবিএ