পিবিএ, ভারত: গণনা শুরুর ২৪ ঘণ্টা পর ভারতের মধ্যপ্রদেশ নির্বাচনের আংশিক ফলাফল প্রকাশ করা হয়েছে। ম্যাজিক ফিগার থেকে মাত্র দু’টি আসনে পিছিয়ে রইল কংগ্রেস। তবে ইতোমধ্যেই সরকার গঠনের জন্য রাজ্যপাল আনন্দীবেন পটেলের কাছে আবেদন করে চিঠি গেছেন মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি কমল নাথ।
বুধবার সকালে শেষ হয় মধ্যপ্রদেশের ভোটগণনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয় কংগ্রেস পেয়েছে ১১৪টি আসন। কংগ্রেসেকে কঠিন লড়াই গিয়ে বিজেপি পেয়েছে ১০৯টি আসন। মঙ্গলবারই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কমল নাথ। তবে তখনও ফল পুরোপুরি প্রকাশিত না-হওয়ায় সেই অনুরোধ রাখেননি রাজ্যপাল। বলেছিলেন, কমিশন চূড়ান্ত ফলপ্রকাশের পরই তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
কমলনাথের দাবি, ‘আমরা রাজ্যপালকে লিখেছি সরকার গড়ার সুযোগ দেয়ার জন্য। যাতে আমরা প্রমাণ করতে পারি যে, আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’
পিবিএ/এমআই/এএইচ