মধ্যরাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুদি দোকনদারকে হত্যা

পিবিএ, ঢামেক: রাজধানীর মিরহাজিরবাগে নিজ মুদি দোকানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনুস সরকার (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাগিনা আনিসুর রহমান জানান, নিহত ইউনুসের বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামে। বাবার নাম দিলু সরকার। স্ত্রী সালেহা বেগম ও ৭ বছরের একমাত্র মেয়ে ইশরাত জাহানকে নিয়ে যাত্রাবাড়ী মিরহাজিরবাগ মধ্য পাড়া এলাকায় থাকতেন। মীরহাজিরবাগ বাইতুল আমান জামে মসজিদ এর নিচতলায় ভাড়ায় মুদি দোকান ও তার সাথে জুয়েলারী দোকান করতেন।
তিনি জানান, গত রাতে সে দোকানেই ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে ২/৩ জন দুর্বৃত্ত এসে তার কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় তারা ইউনুসের বুকের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ইউনুসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা শাহআলম জানান, তিনিও ইউনুসের দোকানের পাশেই একটি ঔষধ ফার্মেসির দোকান চালান। রাতে তিনিও দোকানে বসে ছিলেন। আড়াইটার দিকে রক্তাক্ত অবস্থায় ইউনুস তার দোকানে গিয়ে তাকে বাচাতে বলেন। এরপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জনি জানান, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত দোকানের ভিতরেই ইউনুসকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণে তা এখনো বলা সম্ভব হচ্ছেনা। তদন্ত চলছে।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...