পিবিএ,ডেস্ক: মাঝ আকাশে এক বিমান যাত্রী মৃত্যুর পর ইতালির একটি যাত্রীবাহী বিমান মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে জরুরি অবতরণ করেছে। ইতালির সরকারি বিমানসংস্থা আলইতালিয়ার নয়াদিল্লি থেকে মিলানগামী ওই বিমানটি সোমবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, মাঝ আকাশে ইতালিগামী বিমানের মৃত্যু হওয়া ওই আরোহী ভারতীয় নাগরিক। আমিরাতে নিযুক্ত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতের রাজস্থানের ঝুনঝুনান জেলার বাসিন্দা ৫২ বছর বয়সী কৈলাশ চন্দ্র সাইনি তার ছেলে হীরা লালকে (২৬) সঙ্গে নিয়ে নয়াদিল্লি থেকে ইতালির মিলানের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ কৈলাশ চন্দ্র সাইনি বিমানের ভিতরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।