মনসুরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি : ড. কামাল

গণফোরাম
ফাইল ছবি

পিবিএ, ঢাকা : দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়া সুলতান মোহাম্মদ মনসুরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেনি গণফোরাম। এ নিয়ে আজ সকালে বৈঠকে বসেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্যরা।

বৈঠকের এক পর্যায়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, সুলতান মনসুরের বিরুদ্ধে কোনো আইনী পদক্ষেপ নেয়া হবে কি না এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

তিনি বলেন, দলের অপর প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান আগামীতে শপথ নিতেও পারেন, নাও নিতে পারেন।

শপথ নেবে কি না সেটা দলীয়ভাবে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। সবাই মিলে শপথের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে তো ভালো। তবে আমরা এখনো শপথ না নেয়ার পক্ষে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...