“মনে হচ্ছে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ দাঁড়াবে ন “

মাঝে তার কথাবার্তা শুনে অনেকেরই মনে হয়েছিল- নাজমুল হাসান পাপন বুঝি বিসিবি সভাপতির পদ ছেড়ে দেবেন। বলেছিলেন, চিকিৎসক চাপ নিতে নিষেধ করেছেন, তাই দায়িত্ব কমাতে চান। তাই পাপনের সরে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন।

তবে সেটা যে নিছক অনুমান নির্ভর ভাবনা, তার প্রমাণ খোদ পাপনই দিলেন। আজ মঙ্গলবার বর্তমান পরিচালক পর্ষদের শেষ সভাশেষে অনেক কথার ভিড়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি এবারও বোর্ডের প্রধানই থাকছেন এবং তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই।

পাপনের সোজাসাপ্টা কথা, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে যে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এ পদটায় (সভাপতি) কেউ দাঁড়াবে না। এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।’

তবে কেউই তার প্রতিদ্বন্দ্বী থাকবে না, বিসিবি সভাপতির এই ব্যাপারটিও পছন্দ হচ্ছে না। তিনি বলেন, ‘বোর্ডে যারাই আসে তারা আমাকে চ্যালেঞ্জ জানাক। কেউ বলুক, সভাপতি হতে চাই। কিন্তু কেউ তো বলেও না! এটা ভালো লক্ষণ নয়।’

নেতৃত্বে পরিবর্তন আসা উচিত, এমনটাই বিশ্বাস করেন পাপন। তার ভাষায়, ‘কারো জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যেখানে নতুন নেতৃত্ব আসবে। নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে। কিন্তু দুঃখজনক হলো, কেউ আসতে চায় না। প্যানেল দিলে কেউ দাঁড়ায়ই না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছে। নির্বাচন উম্মুক্ত থাকুক।’

আরও পড়ুন...