পিবিএ, ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাদ পড়ছেন তোফায়েল আহমেদ এবং কৃষি মন্ত্রণালয় থেকে মতিয়া চৌধুরীর বাদ পড়ার বিষয়টি এক ধরনের নিশ্চিত।
আগামীকাল সোমবার শপথ নিতে যাওয়া মন্ত্রিসভায় যারা যুক্ত তাদের চেয়ে বাদ মন্ত্রণালয় হারাতে যাওয়া বেশ কয়েকটি নাম বড় চমক।
এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন যথাক্রমে টাঙ্গাইল-১ আসনের আবদুর রাজ্জাক এবং রংপুর-৪ আসনের টিপু মুনসি। গুঞ্জন আছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাদ পড়া নিয়েও । এই দায়িত্ব পেতে পারেন চাঁদপুর-৩ আসনের দীপু মনি।
এদের মধ্যে টিপু প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়। আর বাকি দুই জন ২০০৯ থেকে ২০১৪ সালের মন্ত্রিসভায় ছিলেন। ওই কেবিনেটে রাজ্জাক ছিলেন খাদ্যমন্ত্রী আর দীপু পররাষ্ট্র মন্ত্রী।
কৃষি মন্ত্রণালয় থেকে মতিয়া চৌধুরীর বাদ পড়াটা অভিনবই বলা যায়। আওয়ামী লীগের গত তিন মেয়াদেই এই দায়িত্বটা পালন করেছেন তিনি। আর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি শাসনামলে নজিরবিহীন সার সংকট সামাল দিতে তার ব্যাপক ভূমিকা রয়েছে। সৎ রাজনীতিক হিসেবেও তার পরিচিতি রয়েছে।
ভোলা-১ আসনের তোফায়েল আহমেদও ১৯৯৬ থেকে ২০০১ এবং গত পাঁচ বছর বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার জায়গায় টিপু মুনসির দায়িত্ব পাওয়াটাও চমকই বলা যায়।
পিবিএ/এসআই