মন্ত্রিসভা গঠনের জন্য ৫ ঘণ্টার ম্যারাথন বৈঠকে মোদি-অমিত

ভারতে লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পাওয়ার পর নিজের মন্ত্রিসভা গঠনের ব্যাপারে তৎপরতা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পিবিএ,ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পাওয়ার পর নিজের মন্ত্রিসভা গঠনের ব্যাপারে তৎপরতা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন তা ঠিক করতেই মোদি গত মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে ৫ ঘণ্টাব্যাপী বৈঠক করলেন।বৃহস্পতিবার ( ৩০মে ) দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি। তার সঙ্গেই শপথ নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবারে বিজেপির জয়ের পর থেকেই শোনা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দিতে চলেছেন অমিত শাহ।

কিন্তু দলের একাংশ মনে করছেন এমনটি হবে না। এটি শুধুই ‘গুজব’। আগামীতে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। তালিকায় আছে- মহারাষ্ট্র থেকে শুরু করে ঝাড়খণ্ড ও হরিয়ানার মতো রাজ্য।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...