মন্ত্রীত্ব পেলে মেনন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেন না:ওবায়দুল কাদের

পিবিএ,ঢাকা: সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।ওয়াকার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি শনিবার বরিশালে বলেছেন, আমি ও প্রধানমন্ত্রীসহ যারা নির্বাচিত হয়েছি- আমাদের দেশের কোনো জনগণ ভোট দেয়নি। কারণ ভোটাররা কেউ ভোটকেন্দ্রে আসতে পারেনি।

খালেদা জিয়া
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মেনন বলেন, আজ দেশের ভোটাধিকার হরণ করেছে সরকার। সরকার দেশব্যাপী উন্নয়নের রোল মডেল করেছে দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। কিন্তু উন্নয়নের নামে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। উন্নয়নের নামে আজ দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার। তাই কেউ মুখ খুলে মত প্রকাশ করতে পারে না।

মেননের এই বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, এখন কেন তিনি এসব কথা বলছেন? মন্ত্রী হলে কি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেন? ওবায়দুল কাদের আরো বলেন, মেনন সাহেব নিজেও তো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তখন কি তার মনে এই প্রশ্ন আসেনি? এসময় তিনি দলের বিতর্কিত নেতারা পরবর্তী কমিটিতে থাকবেন না বলেও জানান।

এদিকে র‌্যাবের জিজ্ঞাসাবাদে বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট মেনন প্রসঙ্গে বলেন, ইয়ংমেনস ক্লাব থেকে র‌্যাবের উদ্ধার করা চাঁদাবাজির খাতায় মেননের নাম রয়েছে ৫নং সিরিয়ালে। প্রতি মাসে সম্রাটের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা নিতেন তিনি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...