
পিবিএ,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দিনে-দুপুরে ঘাসিয়াড়া সার্বজনীন শ্রী শ্রী শিব দূর্গা মন্দির ও মন্দিরে রক্ষিত শিব মূর্তি ভাঙচুর করে পাশে থাকা ২০ লক্ষ টাকার মালামাল লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনার মূলহোতা উপজেলার ঈশ্বর লক্ষীপুর গ্রামের মৃত বজলুর রহমান সরদারের ছেলে একে ফজলুর রহমান বুলেটকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বুলেটকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ঘাসিয়াড়া সার্বজনীন শিব, দুর্গা মন্দির কমিটির সভাপতি ও ঘাসিয়াড়া গ্রামের মৃত রঘুনাথ মন্ডলের ছেলে দ্বিজেন্দ্রনাথ মন্ডল প্রায় ২৫ বছর পূর্বে তার ভোগদখলীয় নিজ জমিতে ২৫০টি মেহগনি গাছের চারা রোপণ করে পরিচর্যার পর প্রায় ৪ মাস পূর্বে সে গাছগুলো কেটে বিক্রির জন্য ঘাসিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরের পাশে স্তুপাকারে সাজিয়ে রাখেন।
গতকাল শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে ঈশ্বর লক্ষীপুর গ্রামের মৃত বজলুর রহমান সরদারের ছেলে একে ফজলুর রহমান বুলেট, বিনোদপুর গ্রামের মৃত ময়েস সরদারের ছেলে আমজাদ মেম্বার, ঘাসিয়াড়া গ্রামের অনিল চন্দ্র মন্ডলের পুত্র গৌউর চন্দ্র মন্ডল, বিনোদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে নাসির উদ্দীন, পাঠাকাঠা গ্রামের জেহের শাহের ছেলে আনোয়ার হোসেন, ভরাডুবা গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে গাছ ব্যাপারী আব্দুল মজিদ, উপজেলা সদরের কায়েস্তপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাষ্টারের ছেলে সুমন হোসেন ও বাখেরাবাদ গ্রামের জিল্লুর রহমানের নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জন সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী নিয়ে ৩০-৩৫ টি ভটভটি যোগে আনুমানিক ৬০০টি গাছের গুল লুট করে পালিয়ে যায়। এ সময় তারা সার্বজনীন শ্রী শ্রী শিব দুর্গা মন্দিরের খূটি ও টিনের তৈরি চৌচালাটি ভেঙে ফেলে। এতে মন্দিরের ভিতরে থাকা শিব মুর্তির মাথা ভেঙে যায়। মন্দিরে রক্ষিত শিব মূর্তি ভেঙে ফেলায় এলাকার সনাতন ধর্মাবলম্বীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, এ ঘটনায় দ্বিজেন্দ্রনাথ মন্ডল বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী একে ফজলুর রহমান বুলেটকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।