মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে পুরস্কার বিতরণ

পুরস্কার বিতরণ
পিবিএ,নরসিংদী: বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নরসিংদীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি প্রফেসর সুর্য্যকান্ত দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অহীভূষন চক্রবর্তী, ঢাবির সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদী জেলা জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনি: সহ-সভাপতি ও জাতীয় হিন্দু মহাজোট নেতা শান্ত বণিক।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম সরকারের একটি সফল প্রকল্প। যেখানে শিশুরা মন্দির চত্বরে নৈতিকতা শিক্ষার সাথে প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণ শেষে আনুষ্ঠানিক শিক্ষায় প্রবেশ করে। তাই নরসিংদীর প্রতিটি মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠানের শিক্ষকদের আরো বেশি যতœবান হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দিপ্তি দাস। নরসিংদীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ৫জন ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ১০জন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল।

পিবিএ/এসবি/হক

আরও পড়ুন...