মমতাকে হত্যা করতে এক কোটি টাকা পুরস্কার!

 

ফাইল ছবি

 

পিবিএ, ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে পারলে দেওয়া হবে এক কোটি টাকা পুরস্কার। এমনই একটি চিঠি হাতে পেলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। শ্রীরামপুর পুলিশ স্টেশনে চিঠিটি জমা দিয়েছেন তিনি।

রোববার একটি হুমকি চিঠি হাতে পান অপরূপা পোদ্দার। রাজবীর কিল্লা নামে কারোর সই করা সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে পারলে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর একটি বিকৃত ছবিও রয়েছে চিঠিটিতে। যেখানে তাঁকে ‘ডাইনি’ বলা হয়েছে।

চিঠিতে একটি মোবাইল নম্বরের উল্লেখ রয়েছে। এদিকে রাজবীর কিল্লা নামে এক ব্যক্তি তাঁকে ফাঁসানোর জন্য এই চিঠিতে তাঁর নাম মিথ্যে করে দেওয়া হয়েছে বলে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এর আগেও একাধিক বার আপত্তিজনক মন্তব্যের মুখে পড়েছেন মমতা। এই মাসের গোড়ার দিকেই বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ তাঁকে রাক্ষস রাজা হিরণ্যকশিপর বংশধর বলে উল্লেখ করেন।-এই সময়

পিবিএ/জেডআই

আরও পড়ুন...