মমতা যাচ্ছে না মোদির প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে

জাতীয় নির্বাচন ঘিরে ভারতে রাজনীতিবিদদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বাকযুদ্ধে একে অপরকে ঘায়েলের চেষ্টা চলছে

পিবিএ, ডেস্ক: মোদির প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পরিকল্পনা বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলায় হিংসার ছবি তুলে ধরে যেভাবে বিজেপির তরফে রাজনৈতিকভাবে প্রচার চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ৷ টুইটারে সেকথা স্পষ্ট করেছেন তিনি নিজেই ।

৩০ তারিখ নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রিত ছিলেন রাজ্যের সব মুখ্যমন্ত্রীদের । নির্বাচন পরবর্তী সময়ে বিরোধিতা সরিয়ে রেখে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেইমতো মঙ্গলবার বিকেলেই তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার দুপুর নাগাদই সবটা পালটে গেল ৷ এরাজ্যে রাজনৈতিক সংঘর্ষে নিহত দলীয় কর্মীদের পরিবারের সদস্যদেরও শপথমঞ্চে ডেকেছেন প্রধানমন্ত্রী৷ এদিন কলকাতা থেকে তাঁদের নিয়ে দিল্লি রওনা হয়েছে স্থানীয় বিজেপি নেতারা৷ রাজধানীতে তাঁদের জন্য আলাদা ব্যবস্থাও করা হয়েছে৷

এই ঘোষণার পর থেকেই বিজেপি নেতৃত্ব প্রচার করতে শুরু করেছে, বাংলায় তৃণমূলের অত্যাচারে বহুসংখ্যক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে৷ আর তা নিয়েই আপত্তি মুখ্যমন্ত্রীর । টুইটারে তিনি স্পষ্ট লিখেছেন, সংখ্যা এবং মৃত্যুর কারণ নিয়ে মিথ্যাচার করছে বিজেপি নেতৃত্ব৷ কেউ তৃণমূলের অত্যাচারে প্রাণ হারাননি৷ মৃত্যুর নেপথ্যে পারিবারিক বা অন্য কোনও কারণ ছিল ৷ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি মোটেই এমন নিন্দনীয় নয়।

আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে থাকার অর্থ রাজ্যের প্রতি অবমাননা মেনে নেওয়া, যা তিনি কোনওভাবেই করতে প্রস্তুত নন৷ তাই সৌজন্য রেখেই প্রতিবাদ জানালেন তিনি৷ টুইটারে আমন্ত্রণ ফিরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...