ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে সাড়ে আট ঘণ্টা ধরে শিক্ষা বোর্ড অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, ১৫ অক্টোবর প্রকাশিত ‘ত্রুটিপূর্ণ’ ফলাফল বাতিল করতে হবে। সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে সবাইকে উত্তীর্ণ করে দিতে হবে।
আজ রোববার দুপুর ১২টার দিকে বোর্ডের সামনের সড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় তাঁদের বিক্ষোভ চলছিল। এতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তারা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম রাত পৌনে আটটার দিকে বলেন, ‘শিক্ষার্থীরা আজকের মধ্যে সিদ্ধান্ত চাচ্ছেন। তাঁরা বোর্ডের সামনে অবস্থান করছেন। আমরাও সেখানে আছি।’
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যালয়ে বোর্ডের ৮ থেকে ১০ জন কর্মকর্তা আটকা পড়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামছুল ইসলাম। তিনি বলেন, আজকের মধ্যে দাবি মেনে নেওয়ার বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসক, আন্তবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সেখান থেকে কোনো সিদ্ধান্ত এলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বেলা তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়ে বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহেরের কাছে লিখিত আবেদন করেন। এরপর তাঁদের চলে যাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের একটি পক্ষ আজকের মধ্যে সিদ্ধান্ত চেয়ে বিকেল পাঁচটা থেকে আবার বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা দাবি করেন, তাঁদের পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত আজকেই দিতে হবে। সিদ্ধান্ত পাওয়ার পর তাঁরা ঘরে ফিরবেন। অন্যথায় সড়কে অবস্থান করবেন।
এর আগে বেলা ১১টার দিকে নগরের টাউন হল মোড়ে জড়ো হন এইচএসসিতে অকৃতকার্য বিভিন্ন এলাকার শতাধিক শিক্ষার্থী। তাঁরা কিছুক্ষণ সেখানে অবস্থান করে নগরের কাঠগোলা এলাকায় শিক্ষা বোর্ডের কার্যালয়ের দিকে পদযাত্রা করেন। দুপুর ১২টার দিকে বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষা বোর্ডের প্রধান ফটকে পুলিশ অবস্থান নেন। শিক্ষার্থীরা ফলাফল বাতিল চেয়ে স্লোগান দিতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনের সড়কে ইট ফেলে অবরোধ করলে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত আটটা পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা চলে গেলেও পাঁচটার দিকে আবার কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। তাঁরা আজকের মধ্যে সিদ্ধান্ত চান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। বোর্ডের ভেতরে তাঁদের কর্মকর্তারা সবাই আছেন।