ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবে মঙ্গলবার সকাল ১১টায় দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা মরহুম নূরুল ইসলাম বাবুলের আত্তার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাত মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, যুগান্তরের কালিয়াকৈর প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলিম,সহ-সভাপতি ইমারত হোসেন,সাবেক সাধারণ সম্পাদক এম তুষারী,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। পরে মরহুমের আত্তার মাগফেরাত করে দোয়া করা হয়।
পিবিএ/এসডি