পিবিএ ডেস্কঃ দশ লক্ষাধিক উইঘুর মুসলিমকে বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। নারীদের বানানো হচ্ছে বন্ধ্যা। যেন সন্তান জন্ম দিতে না পারে।
স্বাস্থ্যসেবার নামে গিনিপিগ বানিয়ে কেটে নেয়া হচ্ছে অঙ্গ-প্রত্যঙ্গ। ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’র নামে সংখ্যালঘু এ সম্প্রদায়ের প্রায় আড়াই কোটি মানুষের ওপর চলছে রাষ্ট্রীয় নজরদারি।
চীনের চতুর্মুখী দমন-পীড়নে পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশ এখন এক পুলিশি রাষ্ট্র। পান থেকে চুন খসলেই নেমে আসে মৃত্যুর বিভীষিকা। কিন্তু মরেও যেন মুক্তি নেই উইঘুরদের।
প্রজন্ম থেকে প্রজন্ম গোরস্থানের অন্ধকার কবরে শুয়ে রয়েছে যে স্বজনরা সেখানেও চলছে নানা অত্যাচার। কবরস্থান ভেঙে দেয়া হচ্ছে। সমাধি গুঁড়িয়ে দেয়া হচ্ছে। ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হচ্ছে হাড়গোড়-দেহাবশেষ। উইঘুরদের জাতিগত ও ধর্মীয় পরিচয় মুছে ফেলতেই বেইজিংয়ের এমন আচরণ বলে মনে করছে মানবাধিকার গোষ্ঠীগুলো।
জিনজিয়াংয়ের একটি মনোরম উপত্যকায় অবস্থিত লিনজিয়া শহর। এখানকার বেশিরভাগ বাসিন্দাই ধর্মপ্রাণ মুসলিম। শহরটি ‘ছোট্ট মক্কা’ নামেও পরিচিত। চীন সরকার এখানকার ইসলাম ধর্ম সম্পর্কিত সমস্ত নিশানা ধ্বংস করে ফেলছে।
শহরের সব মসজিদ, এর গম্বুজ এবং মিনারগুলো ধ্বংস করা হয়েছে। বেইজিং থেকে নিংজিয়া পর্যন্ত সব এলাকায় আরবি লিপির প্রকাশ্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত দুই বছর ধরে চলছে গোরস্থান ধ্বংসলীলা। এ পর্যন্ত কয়েকশ’ কবরস্থান ভেঙে ফেলা হয়েছে।
এএফপির অনুসন্ধানে ও আর্থরাইজ অ্যালায়ান্স নামের একটি অধিকার সংস্থার গৃহীত স্যাটেলাইটের ছবিতেও গোরস্থান ভাঙার সত্যতা উঠে এসেছে। এএফপির অনুসন্ধানে দেখা গেছে, জিনজিয়াংয়ের শায়ার অঞ্চলে বেশ কয়েকটি সমাধি ভেঙে দেয়া হয়েছে। অন্তত তিনটি কবরস্থানে হাড়গোড় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
আরও কয়েকটি কবরস্থানে সমাধিস্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এখানে-ওখানে পড়ে রয়েছে সমাধির ইট। কিন্তু বরাবরের মতো এ অভিযোগ উড়িয়ে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।
ঘটনাপ্রবাহঃ চীনে উইঘুর নির্যাতন
২১ ঘ. আগেTimeline মুসলিম নিপীড়নের কারণে চীনা কর্মকর্তাদের ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র
০৯ অক্টোবর, ২০১৯ চীনের ২৮ সংস্থা যুক্তরাষ্ট্রের কালো তালিকায়
০৮ অক্টোবর, ২০১৯ উইঘুর নির্যাতন: চীনের ২৮ সংস্থা যুক্তরাষ্ট্রের কালো তালিকায়
০৮ অক্টোবর, ২০১৯ উইঘুর নারীদের বন্ধ্যা বানাচ্ছে চীন
২৮ সেপ্টেম্বর, ২০১৯e কেন চীনের মুসলিমদের নিয়ে কথা বলছে না পাকিস্তান? প্রশ্ন যুক্তরাষ্ট্রের
২৭ সেপ্টেম্বর, ২০১৯ উইঘুরদের শরীর থেকে কিডনি-ফুসফুস কেটে নিচ্ছে চীন!
১৬ সেপ্টেম্বর, ২০১৯ চীনে আটক করে মুসলমান নারীদের বন্ধ্যা করে দেয়া হচ্ছে
১৩ জুলাই, ২০১৯ উইঘুরে মুসলিম নির্যাতনের সমর্থক সৌদি-পাকিস্তান!
০৫ জুলাই, ২০১৯ উইঘুর মুসলিমদের সমস্যা সমাধান সম্ভব: এরদোগান
১৭ মে, ২০১৯ উইঘুর মুসলমানদের দমনে তুরস্কের সমর্থন চায় চীন!
১৭ মে, ২০১৯ চীনে রোজায় নিষেধাজ্ঞার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
১১ মে, ২০১৯ চীনের উইঘুর মুসলমানদের নিপীড়নে সৌদি যুবরাজের সমর্থন
০৪ মে, ২০১৯ বন্দিশিবিরে ১০ লাখ মুসলমানকে আটকে রেখেছে চীন: যুক্তরাষ্ট্র
৩০ এপ্রিল, ২০১৯ সবকিছু খুইয়ে ছাড়া পাচ্ছেন উইঘুর নারীরা
১১ এপ্রিল, ২০১৯ ‘সন্ত্রাসী’ শব্দটি কি মুসলিমদের জন্য বরাদ্দ?
০৮ এপ্রিল, ২০১৯ মসজিদ ভাঙছে চীন, স্যাটেলাইটে ধরা পড়ল সেই ছবি
পিবিএ/এমআর