জেনে নিন মশা তাড়ানোর ঘরোয়া পদ্ধতি

পিবিএ ডেস্কঃ গরম কালে মশারি খাটিয়ে শুলে অনেক সময়ে গায়ে হাওয়াই লাগে না। তাহলে জেনে নেই আমরা কিভাবে মশার কামড় থেকে রক্ষা পেতে পারি।

কেরোসিন তেলের ব্যবহারঃ মশা, মাছি, আরশোলা এই সব থেকে আপনাকে মুক্তি দেবে এই কেরোসিন তেল। একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে খানিকটা কেরোসিন তেল মিশিয়ে নিন আর সেই পানি দিয়ে ঘর মুছুন সপ্তাহে এক বার। এক সপ্তাহ পর আবার একই ভাবে ঘর মুছুন। এতে কিন্তু খুব ভালো লাভ হয়। কেরোসিনের গন্ধে মশা বা আরশোলা, সবই বাপ বাপ বলে পালাবে।

ভালো করে ফিনাইল দিনঃ রোজ ঘর মোছার সময়ে শুধু জল দিয়ে ঘর না মুছে তার মধ্যে দিন ফিনাইল। এতে কিন্তু আরশোলার উপদ্রব অনেক কমে। চেষ্টা করবেন একটু ভালো গন্ধের ফিনাইল দিতে।

ভিনিগার ব্যবহার করুনঃ এটা নিশ্চয়ই আপনারা জানতেন না। ভিনিগার কিন্তু খুব ভালো ভাবে ঘর থেকে মশা দূর করে। ভিনিগারের গন্ধের জন্যই মশা ঘরে থাকতে পারে না। জলে ভিনিগার মিশিয়ে ভালো করে প্রতি কোণায় সেই পানি দিয়ে পরিষ্কার করুন। এতে খুবই উপকার পাবেন।

রসুনের মিশ্রণ পানিতে দিনঃ এক সঙ্গে রসুন, গোলমরিচ আর পেঁয়াজ ব্যবহার করুন। রান্নার বাইরেও মশা বা আরশোলা তাড়াতেও কিন্তু এই তিনের জুড়ি মেলা ভার। আসলে এই তিনটি উপাদানেরই যে পরিমাণে ঝাঁঝ আছে, সেটাই মশা বা আরশোলাকে ঘরে বাসা বাঁধতে দেয় না।

উপকরণঃ কয়েক কোয়া রসুন, ৫টি গোলমরিচ, কয়েক কুচি পেঁয়াজ।

পদ্ধতিঃ সব উপকরণ ভালো করে পেস্ট করে নিন। এই পেস্ট পানিতে মিশিয়ে সেই পানি দিয়ে ঘর একবার মুছুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন আবার। এটি সপ্তাহে একবার করুন। দেখবেন খুব সহজেই ঘর থেকে সব মশা, পোকা চলে যাচ্ছে।

শুধু রসুনের ব্যবহারঃ শুধু রসুনও কিন্তু মশা বা আরশোলা দূর করে নিমেষেই। কয়েক কোয়া রসুন নিয়ে একটি পাত্রে পানি দিয়ে সেই পানি ফুটিয়ে নিন। এবার ওই পানি দিয়ে ঘর পরিষ্কার করুন। তারপর ভালো পানি দিয়ে ঘর মুছে নিন। এটি সপ্তাহে তিন দিন করতেই পারেন। আপনি আপনার ঘর আরশোলা থেকে মুক্ত দেখতে পাবেন।

এবার তাহলে শুধু বিজ্ঞাপনের চমকে পা না দিয়ে ঘরে থাকা এই সামান্য কিছু জিনিস ব্যবহার করে দেখুন। ফল যদি পান আমাদের জানাতে কিন্তু একদম ভুলবেন না।

পিবিএ/এমআর

আরও পড়ুন...