মসজিদের ইমামকে অব্যাহতি নিয়ে সংঘর্ষে আহত ৫

 

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জুমা মসজিদের পেশ ইমামকে চাকরী থেকে অব্যাহতি দেওয়ায় মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে এই এই ঘটনা ঘটে।

fight-pic-pba
প্রতীকী ছবি

জানা গেছে, গত ১লা বৈশাখের আগের জুমায় খুতবার সময় মসজিদের পেশ ইমাম ১লা বৈশাখ পালন না করার জন্য মুসল্লিদের অনুরোধ করেন এবং নিজেদের ছেলে-মেয়েদের সম্পর্কে সতর্ক থাকবে বলেন। এতে কয়েকজন মুসল্লি ক্ষিপ্ত হয়ে মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিনের কাছে বিচার দেন। পরে সভাপতি জামাল উদ্দিন পেশ ইমামকে চাকরী থেকে অব্যাহতি দেন। শুক্রবার মসল্লিরা জুমার নামাজ পড়তে এসে পেশ ইমামকে না দেখে উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে মসজিদের ভেতরে মসল্লিদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়। এরমধ্যে গুরতর আহত ৩ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় পুলিশের গুলিতে তারা আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও পুলিশ তা অস্বীকার করে। খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল) শাহজাহান শেখ ও মডেল থানার ওসি ফিরোজ হোসাইন মোল্লা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে অন্য একজন ইমামকে দিয়ে জুমার নামাজ পড়ানো হয়। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বেগমগঞ্জ মডেল থানর অফিসার ইনচার্জ(ওসি) ফিরোজ হোসাইন মোল্লা পিবিএ’কে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পিবিএ/ওয়াইই/হক

আরও পড়ুন...