পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে মসজিদের দান বাক্সে ৫ টাকা জমা না দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাদল সরদার (৬৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাদল সরদার গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতি গ্রামের ফক্কু সরদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এস আই সাইফুল ইসলাম পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪/৫ দিন আগে ইফতারী খাওয়া নিয়ে বাদল সরদারের সাথে সফর সরদারের মধ্যে বিবাদ বাঁধে। এ মিমাংসার জন্য মাগরিবের নামাজের পর সালিশ বৈঠক বসে। সালিশে পুরোনা বিষয় নিয়ে মিমাংসার কথা উঠলে তারাবির নামাজের পর মিমাংশা করার সিদ্ধান্ত হয়।
এসময় মিমাংসার মধ্যে বাদল সরদার প্রতিপক্ষ সফর সরদার মসজিদের দান বাক্সের ৫ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন এমন কথা বললে দুইজনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এরই জের ধরে রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময় পতিপক্ষ সফর সরদার ও তার ছেলেরা বাদল সরদাররের মাথায় আঘাত করলে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মারাত্মক আহতাবস্থায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতঃ চিকিৎসক বাদল সরদারকে তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, মারদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ-২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পয্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।
পিবিএ/বিএস/জেডআই