সৌদির পবিত্র মসজিদে নববীর তারাবীহ নামাজের ইমাম শাইখ মুহাম্মদ খালিল আল-কারি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
শেখ মুহাম্মদ খলিল আল-কারী, মসজিদে নববীর তারাবীহ নামাজের ইমামের দায়িত্বে ছিলেন। এর আগে কুবা মসজিদের ইমামও ছিলেন।
সোমবার মসজিদে নববীতে বাদ মাগরিব তার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন করা হবে।
সোশ্যাল মিডিয়া জুড়ে মসজিদে আল নববীর সাবেক ইমাম শেখ মুহাম্মদ খলিল আল-কারীর মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করেছেন, সর্বশক্তিমান আল্লাহ কাছে তার জন্য ক্ষমা চেয়ে জান্নাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শাইখ শেখ মুহাম্মদ খলিল আল-কারী ১৪৩৭ সাল হতে ১৪৩৮ সাল পবিত্র রমজান মাসে মসজিদে নব্বীর ইমামের দায়িত্ব পালন করা জন্য নিযুক্ত করা হয়েছিল।