মসজিদে হামলায় বারাক ওবামার দুঃখ প্রকাশ

পিবিএ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে নামাজরত মুসল্লিদের উপর শ্বেতাঙ্গ বর্ণবাদির বর্বর হামলায় নারী ও শিশু সহ ৪৯ জন নিহত ও বহু আহত হওয়ার ঘটনায় শোকে স্তব্ধ গোটা দুনিয়া।

এ ঘটনায় অন্যান্য বিশ্বনেতাদের মত মর্মাহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি সমবেদনা ও দুঃখ প্রকাশ করে এক টুইট বার্তায় লিখেছেন, ‘নিউজিল্যান্ডের সব মানুষের জন্য সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও আমি সমবেদনা জানাচ্ছি। বর্বরোচিত ওই হামলায় দুঃখ প্রকাশ করছি এবং মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছি। সন্ত্রাসী হামলা তা যেভাবেই হোক, তার বিরুদ্ধে আমাদের ঘৃণা সর্বদা।’

প্রসঙ্গত, এই সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা।এ ঘটনায় বাংলাদেশের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

পিবিএ/এস/হক

আরও পড়ুন...