বাঁধের কাজে কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না: পরিকল্পনামন্ত্রী

পিবিএ,সুনামগঞ্জ: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই রাষ্ট্রের মালিক হলেন এই দেশের জনগণ। যারা এটা স্বীকার করেন না তারা ভূল করেন। জনগনের ট্যাক্সের টাকায় ও বড় অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বেতনভাতা প্রদান করা হয়। দেশ পরিচালিত হয়ে থাকে। একটি স্কুল একটি গ্রামের ও সমাজের সম্পত্তি। মসজিদ মন্দির যেমন আত্মার ও মনের জন্য প্রয়োজন তেমনি স্কুল প্রয়োজন শিক্ষার জন্য। যারা নারীদের উপর হাত তুলবেন, নির্যাতন করবেন তাদের শেষ ঠিকানা হবে কারাগার। বিশেষ করে শিক্ষক মন্ডলীর সদস্য যারা রয়েছেন শিশুদের উপর হাত তোলার অধিকার আপনাদের নেই সব শিশু ও নারীদেরকে সমানভাবে দেখতে হবে তাদের কর্মকান্ডে সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন যারা দেশের দুশমন মাদক ও ইয়াবা সেবনকারী ও বিক্রেতাসহ সন্ত্রাসী ও জঙ্গীবাদি গোষ্ঠি রয়েছেন তাদের প্রতিহত করতে হবে। ওরা আল্লাহর শক্রু, ওদের তৎপরতা দেশে অনেকটা কমেছে ওদের আস্তে আস্তে নির্মূল করা হবে । তবে এই সমস্ত সস্ত্রাসী ও জঙ্গীগোষ্ঠিদের জানে মারা হবে না আইন করে চিবাইয়া চিবাইয়া মারা হবে।

তিনি আরো বলেন আমরা হাওরের মানুষ বোরো ফসলই আমাদের কৃষকদের বেচেঁ থাকার একমাত্র অবলম্বন। কাজেই ফসল রক্ষা বাঁধের কাজে কোন অনিয়ম আর দুর্নীতি সহ্য করা হবে না তাই সময়মতো বাঁধের কাজ শেষ করতে হবে।

তিনি শনিবার বিকেলে সুনামগঞ্জ এল জি ই ডি কর্তৃক ৬৩ লাখ ৯২ হাজার ৩৪৮ টাকা ব্যয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শক্রুমর্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক তলা ভবণের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুরজ্ঞিত চৌধুরী টপ্পার সভাপতিত্বে স্থানীয় ঠিকাদার সমীর চন্দ্র দাসের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফি উল্ল্যাহ,উপজেলা এল জি ই্ ডি র নির্বাহী প্রকৌশলী মোঃ শামীম হাসান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম,থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার আহমদ চৌধুরী, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জগলুল হায়দার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ধনঞ্জয় চন্দ, জেলা প্রধান শিক্ষক সমিতির সদস্য আশীষ চক্রবর্তী, দক্ষিণ সুনামগঞ্জ প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মানিক চক্রবর্তী প্রমুখ।

পিবিএ/জেএইচআর/এইচএইচ

আরও পড়ুন...