পিবিএ,ঢাকা: বিভিন্ন দেশের হুমকির কারণে মহাকাশে সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য ‘ইউনাইটেড স্টেইট স্পেস কমান্ড’ নামে মহাকাশ বাহিনী গঠনে পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
এ সময় ট্রাম্প বলেন, এই কমান্ড হবে মহাকাশে যুক্তরাষ্ট্রের সম্পদ। এটি মহাকাশে যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রাক্তন পারমাণবিক ও মহাকাশ অপারেশন কর্মকর্তা ব্রায়ান উইডেন বলেছেন, ‘ভবিষ্যতে দ্বন্দ্বের অংশ হয়ে উঠবে মহাকাশ। মহাকাশভিত্তিক প্রযুক্তি এক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবে এবং মহাকাশ ক্ষমতা সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, বিমান বাহিনী জেনারেল জন রেমন্ডকে মহাকাশ কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে।
এক ব্রিফিংয়ে রেমন্ড সাংবাদিকদের বলেছিলেন, মহাকাশে যুক্তরাষ্ট্রের সম্পদ রক্ষা করা, উপগ্রহসহ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা থেকে শুরু করে যোগাযোগের সমস্ত কিছু এই বাহিনীর লক্ষ্য থাকবে।
পিবিএ/ইকে