মহাখালিতে গ্যাস লিকেজ থেকে দগ্ধ ৩

পিবিএ, ঢামেক : রাজধানীর মহাখালির একটি বাসায় জমে থাকা গ্যাস লিকেজ থেকে আগুনে নারী সহ ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন, সাগর ভুইয়া (২৫) ও তার সহকর্মী মোঃ হিমেল (২০) ও তাদের বাসার কাজের বুয়া।
আজ রবিবার সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তারা নিজেরাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসে। পরে তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়। কাজের বুয়া অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
দগ্ধ সাগর জানান, এসএস ট্রেডার্স নামের একটি কোম্পানিতে চাকরী করে তারা ২ জন। থাকে আমতলীর চেয়ারম্যান বাড়ি ২ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়ির ৩য় তলায় থাকেন।
তিনি বলেন, সকাল ৮ টারর দিকে কাজের বুয়া আসে বাসায়। এসময় দরজা দরজা খুলে দিয়ে সিগারেট জ্বালানোর জন্য ম্যাস জ্বালায়। এর সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি সহ, পাশের রুমে ঘুমিয়ে থাকা হিমেল ও রান্না ঘরে থাকা কাজের বুয়াও দগ্ধ হয়।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল জানান, সাগরেরর শরীরের ৬৫ শতায়শ হিমেলেরর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ২ জনকেই ভর্তি রাখা হয়েছে।
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গচিহাট গ্রামের মো শামসুদ্দিন ভুইয়ার ছেলে সাগর। একই গ্রামের জামাল উদ্দিনেন ছেলে হিমেল।
পিবিএ/জেডআই

আরও পড়ুন...