পিবিএ ডেস্কঃ ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ভারতীয় হাই কমিশনের আয়োজনে শনিবার সকাল সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এই র্যালী শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. মিহির লাল সাহা প্রমুখ। র্যালীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে।
র্যালীর শুরুতে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি যখন গান্ধীজির আদর্শ ও বাণী তার জীবিতকালের চেয়েও বেশি প্রাসঙ্গিক। এখনও তার জীবন কর্ম বিশ্বের লাখো মানুষকে অনুপ্রেরণা দেয়। গান্ধীজির আদর্শকে জীবিত রাখার জন্য এই আয়োজন উল্লেখ করে তিনি উপস্থিত তরুণদের প্রতি মহাত্মা গান্ধীর আদর্শকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। র্যালীতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান ভারতীয় হাইকমিশনার।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, গান্ধীজি একটি উক্তি প্রায়ই বলতেন, ‘চোখের বিনিময়ে চোখ নীতি সমগ্র বিশ্বকে অন্ধ করে দিবে।’ পৃথিবীতে যদি আমরা এই ধরনের নীতি আদর্শ গ্রহণ করি, তাহলে সারা পৃথিবীর অন্ধত্বের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটবে। কিন্তু আমরা সেটি চাই না। আমরা চাই সকলের চোখ থাকবে, পৃথিবী বাসযোগ্য থাকবে, সমাজ সভ্যতা এগিয়ে যাবে। গান্ধীজির আদর্শ তরুণদের মাঝে দীর্ঘদিন ধরে ক্রিয়াশীল বলেও উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। সাইকেল র্যালিটি ফুলার রোড দিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
পিবিএ/এমএস