পিবিএ,মহাদেবপুর(নওগাঁ): নওগাঁর মহাদেবপুরে ঋণের দায় থেকে বাঁচতে মিলন সরদার (৩২) নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ভোর সাড়ে ৫ টায় উপজেলার ভীমপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রমে এ ঘটনা ঘটে। মিলন ওই গ্রামের শ্রী বিনয় চন্দ্র সরদারের ছেলে।
নিহতের পিতা জানান, তার ছেলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নিয়ে আর পরিশোধ করতে পারছিল না। পাওনাদারেরা প্রায়ই তাকে নাজেহাল করতো। এরই জের ধরে সকলের অগোচরে বাড়ির পূর্বপার্শ্বে একটি আমগাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে জানতে পেরে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা এন্ট্রি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়া জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি।
পিবিএ/মো. ইউসুফ আলী সুমন/এসডি