মহাদেবপুরে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

পিবিএ,মহাদেবপুর (নওগাঁ): নওগাঁর মহাদেবপুরে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২০-২১ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২ টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান মিলন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, আলী রিয়াজ প্রমুখ।

কৃষকরা জানায়, বিনামূল্যে সার ও উন্নত মানের মাসকালাই বীজ পেয়েছি। সরকার কৃষকদের কথা ভেবে এমন প্রণোদনা দিয়ে আবারও প্রমাণ করল বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।
কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, ‘৪০ জন কৃষকের প্রত্যেককে উন্নত জাতের ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও ৫ কেজি এমওপি (মিউরেট অফ পটাশ) সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। এতে উপজেলায় মাসকালাই উৎপাদন বৃদ্ধি পাবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার কৃষকের সারের চাহিদা পূরণ করেছে এবং স্বল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা করেছে সরকার। এছাড়াও সরকার কৃষকের জন্য নিরলসভাবে কাজ করছে।’

পিবিএ/মো. ইউসুফ আলী সুমন/এসডি

আরও পড়ুন...