পিবিএ,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী কৃষকদল সদর ইউনিয়ন শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় বকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদলগাছি উপজেলা শাখার সভাপতি ফজলে হুদা বাবুল।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়ন কৃষকদল এ কৃষক সমাবেশের আয়োজন করে।
মহাদেবপুর সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রভাষক মো. মাহমুদুল হাসান সুমনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও মহাদেবপুর উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সানোয়ার হোসেন মানিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।