মহাদেবপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আমিনুর রহমান খোকন,মহাদেবপুর (নওগাঁ): “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের মাঠে এক পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম।

জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মাসুদ করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক সেলিনা বানু, মো. আজিজুল হক, উত্তম কুমার, নূরনাহার খানম, মো. জাহিদুল ইসলাম, মো. মতিউর রহমান, মো. মেহেদী হাসান সাজু, মো. আবু বকর সিদ্দিক, তাপস কুমার, মো. রকিব উদ্দিন, সামসুন নাহার, মিলি প্রমুখ।

এর আগে গত ১৯ ও ২০ জানুয়ারি বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে তিনদিন ব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন...