পিবিএ,মহাদেবপুর (নওগাঁ): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আরিফুর রহমান। মুজিব বর্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার রাইগাঁ পূর্বপাড়া, বহুতি, শহরাই কবরস্থান, ভবানীনগর, বোয়লমারি, হরিপুর ও দুজাটিয়া মসজিদ, কানচকুড়ি, বোয়ালমারি মন্দির, বিরমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাইগাঁ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, ৬ নম্বর ওযার্ড আওয়ামী লীগের সভাপতি হেফজুর রহমান, ২ নম্বর ওযার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, সাদেক হোসেন, যুবলীগ নেতা আবু হামান, মোনায়েম হোসেন প্রমুখ। অধ্যক্ষ আরিফুর রহমান বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে এ মাসের ১১ তারিখ থেকে রাইগাঁ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। এ ধরনের সামাজিক কাজ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।’
পিবিএ/মো. ইউসুফ আলী সুমন/এসডি