পিবিএ,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: দেশের বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ বছর পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মহাদেবপুর উপজেলা সদরের বকের মোড় এলাকার আনিসুর চেয়ারম্যান মার্কেটে যায়যায়দিন প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম।
পত্রিকাটির বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ইউসুফ আলী সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মালেক। মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বরুন মজুমদার। এতে নওগাঁ জেলা, মহাদেবপুর, বদলগাছী ও মান্দা উপজেলায় কর্মরত ৩০ থেকে ৩৫ জন সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিএমইউজে’র নওগাঁ জেলা শাখার সভাপতি খোরশেদ আলম, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম, অর্থ সম্পাদক সুবীর দাস, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সভাপতি গোলাম রসুল বাবু, সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস আলী, মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, বদলগাছী সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, সাংবাদিক অসিত দাস, সাইফুর রহমান সনি, সোহেল রানা, সুমন কুমার বুলেট প্রমুখ। অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।