মহাদেবপুরে রাতের আঁধারে ৫শ’ গাছ কেটে নিলো দুর্বৃত্তরা!

পিবিএ,মহাদেবপুর (নওগাঁ): সকালে ঘুম থেকে উঠে এক কৃষক দেখলো তার কলা ও আমের বাগান আর নাই। একদিন আগেও গাছের সবুজ পাতা বাতাসে দুলছিল; সেখানে এখন শূন্য মরুদ্যান। গাছের সাথে এ কেমন নিষ্ঠুরতা! এমন দৃশ্য দেখে হতবিহ্বল জমির মালিকসহ গ্রামবাসী। আর এ ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে। রোববার দুপুরে ওই বাগানের মালিক এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাগানের মালিক শফির উদ্দিন জানায়, দু’বছর আগে বসত বাড়ির পাশে দু’বিঘা জমির উপর তিনি একটি বাগান গড়ে তোলেন। গত ৭ আগস্ট শুক্রবার রাতের আঁধারে তার বাগানের ৪’শ কলা গাছ ও ১’শ আমের চারা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও জমিতে তিনি মরিচ রোপন করেন। গাছগুলোতে ইতিমধ্যে কলা ধরা শুরু হয়েছিল। কিন্তু জমির একটি অংশের দাবী নিয়ে একই গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে আলতাব হোসেন গং এর সাথে বিরোধ চলছিল। শফির উদ্দিনের অভিযোগ, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গভীর রাতে এসব গাছ কেটে ট্রাকে করে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ ছাড়া মরিচের গাছও কেটে সাবার করে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটা মোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’ মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিবিএ/মো. ইউসুফ আলী সুমন/এসডি

আরও পড়ুন...