মহাদেবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের দাফন সম্পন্ন

পিবিএ,মহাদেবপুর (নওগাঁ): বীর মুক্তিযোদ্ধা ও নওগাঁ জেলা পরিষদের সদস্য ময়নুল ইসলাম ময়েনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার বকাপুর গ্রামের একটি আম বাগানে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ-৫ আসনের সাবেক সাংসদ ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী বকু, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ তাঁর জানাযায় অংশ নেন।

পারিবার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে বার্ধক্যজনিত কারনে উপজেলা সদরের ঘোষপাড়া এলাকায় তাঁর মেয়ের বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তাঁর এক সময়ের রণাঙ্গনের সাথীরা। শোক ও সমবেদনা জানিয়েছেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান মিলন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, তরুণ উদ্যোক্তা এডভোকেট সামিউন নবী শামীম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের মহাদেবপুর উপজেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক ইউসুফ আলী সুমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পিবিএ/মোঃ ইউসুফ আলী সুমন/এসডি

আরও পড়ুন...