পিবিএ,নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬ এপ্রিল সোমবার দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই বছর মেয়াদে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক আমার সংবাদ ও নতুন প্রভাত এর মহাদেবপুর উপজেলা প্রতিনিধি বরুন মজুমদারকে সভাপতি ও দৈনিক ভোরের ডাক এবং আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি আমিনুর রহমান খোকনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কিউ এম সাঈদ টিটো, সহ-সভাপতি কাজী সামছুজ্জোহা মিলন, যুগ্ম-সম্পাদক কাজী রওশন জাহান, সাংগঠনিক সম্পাদক অসিত দাস, প্রচার সম্পাদক এম আর রাজ, সহযোগী সদস্য আব্দুর রহমান ও সহযোগী সদস্য এবি সিদ্দিকী প্রমুখ।
পিবিএ/শামীনুর রহমান/জেডএইচ