কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ২টি একনলা বন্দুক, ৬টি কার্তুজ এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (৯ অক্টোবর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান।
অভিযানে আটকরা হলেন, আজগর আলী (৪২), মোঃ রিদুয়ান (৩৯) ও রাকিবুল হাসান রুবেল (৩৫)।
তিনি জানান, মহেশখালীর ঝাপুয়া বাজার সংলগ্ন এলাকায় ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি দল রাত ২টার সময় অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ২টি একনলা বন্দুক, ৬টি কার্তুজ, ৩টি রামদা এবং ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
আটককৃতদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য।