পিবিএ ডেস্ক: খুশকি খুব মারাত্মক একটি সমস্যা। খুশকি হলে চুল পড়ে যায়। এমনকি চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে আপনি কি জানেন? আপনি চাইলেই ঘরোয়া উপায়ে মাএ একটি উপাদান দিয়ে খুশকি দূর করতে পারবেন অনেক সহজেই। আমলকির মধ্যে ভিটামিন সি, প্রদাহরোধী উপাদান ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। কেবল খুশকি নয় চুলপড়া প্রতিরোধেও আমলকি উপকারী।
চলুন তাহলে জেনে নেয়া যাক, আমলকী দিয়ে কিভাবে খুশকি দূর করা যায়ঃ
উপাদানঃ
এক টেবিল চামচ আমলকি রস
দুই টেবিল চামচ নারকেল তেল
যেভাবে ব্যবহার করবেনঃ
একটি পাত্রের মধ্যে আমলকির রস নিন।
এর মধ্যে নারকেল তেল নিয়ে ভালোভাবে মেশান।
এবার মিশ্রণটি স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে মাখুন।
এবার এক ঘণ্টা এটি রেখে দিন।
এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।
প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিন বার এ পদ্ধতি অনুসরণ করুন। দেখবেন খুশকি একদম উধাও।
পিবিএ/ইকে