মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণ, ১০ ভারতীয় জওয়ান নিহত

ছত্তীসগড়ে আধাসেনা এবং পুলিশের যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই পাল্টা আঘাত করেছে মাওবাদীরা। সোমবার (৬ জানুয়ারি) ছত্তীসগড়ে বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে পিপলস লিবারেশন আর্মির গেরিলারা।

জানা গিয়েছে, ওই হামলায় অন্তত ১০জন জওয়ান নিহত হয়েছেন। গুরুতর জখম বেশ কয়েক জন। গাড়িটিতে ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর জওয়ানেরা ছিলেন বলে পুলিশ সুত্রে বলা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বেদ্রে-কুতরু রোডের পাহাড় ও জঙ্গলঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ‘ফাঁদে’ পড়ে ওই গাড়িটি। গত সপ্তাহে বিজাপুর জেলারই ফরসেগড়ে ‘পুলিশের চর’ ঘোষণা করে স্থানীয় এক বিজেপি নেতাকে খুন করেছিল মাওবাদীরা। ঘটনাচক্রে শনিবার থেকেই বিজাপুর লাগোয়া নারায়ণপুর-দান্তেওয়াড়া এলাকায় দক্ষিণ অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান শুরু করেছে যৌথবাহিনী। দুই পক্ষের গুলির লড়াইয়ে ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর এক জওয়ান এবং পাঁচ মাওবাদী গত দু’দিনের লড়াইয়ে নিহত হয়েছে। তার পরেই সোমবার পাল্টা ল্যান্ডমাইন হামলা চালায় মাওবাদীরা।

আরও পড়ুন...