পিবিএ,মাগুরা: মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইমন হত্যাকারীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী শহরের বিক্ষোভ মিছিল শেষে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, নিহত ইমনের পিতা ইসলাম মোল্যা, চাচা জারেব আলী, স্থানীয় আতিয়ার রহমান, সাহেব আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা ইমনের নির্মম হত্যাকান্ডের পাঁচদিন পেরিয়ে গেলেও পুলিশ খুনিদের গ্রেপ্তার ও তার মাথা উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে ইমনের খুনি হুমায়ুন, অনিকসহ এ হত্যাকান্ডের সাথে জড়িতের গ্রেপ্তার ও ফাঁসির দাবী করেন।
উল্লেখ্য, মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়–য়ারকুল এলাকার পাগলের আশ্রমের পাশ থেকে গত ২ জুলাই মঙ্গলবার সকালে মাথাবিহীন এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে লাশের পরিচয় পাওয়া গেলে জানা যায়। নিহত যুবকের নাম ইমন (২০) তার বাবার নাম ইসলাম মোল্যা মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামে তাদের বাড়ি। এই হত্যাকান্ডের সাথে ইমনের বন্ধু হুমায়ুন ও অনিক জড়িত বলে নিহতের পরিবারের দাবি।
পিবিএ/রহমান/হক