পিবিএ,মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের একটি লিচু বাগান থেকে নুর উদ্দিন কাজী আদর (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। সে ওই গ্রামের মৃত কাজী ওয়াজেদ হোসেনের ছেলে।
গতকাল সোমবার সকালে নিহতের বাড়ির পাশের বাগানের একটি লিচু গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এসময় নাকোল ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) প্রসনজিৎ কুমার মন্ডল এটিকে আত্মহত্যা দাবি করে জানান, কাজী আদর দীর্ঘদিন ধরে পেট ব্যাথাসহ নানা অসুখে ভুগছিলেন সে সাথে মানসিক অসুস্থ্যতা ছিল। এসব কারণে সে গলায় পাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আদরের স্ত্রী নিলুফা ইয়াসমিন জানান, ভোরে সেহরী খেয়ে সে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়তে যায়। পরে সে আর বাড়ি ফেরেনি। সকালে লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পায়।
মাগুরা শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আত্মহত্যার বিষয়ে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে কাজী আদর দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পিবিএ/মোখলেছুর রহমান/এএম