পিবিএ,মাগুরা: মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে লাবণী খাতুন (২১) নামে এক গৃহবধুকে স্বামী কর্তৃক পিটিয়ে হত্যার অভিযোগ উঠিছে। আজ রবিবার সকালে বাহারবাগ গ্রামে স্বামীর বাড়ির থাকার ঘর থেকে লাবনী খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা মহম্মদপুরের বিল্লপাড়া গ্রামের সাইফুল জোমাদ্দার অভিযোগ করে বলেন, ৩ তিন বছর আগে বাহারবাগ গ্রামের কুদ্দুস মোল্যার সেজো ছেলে আফজাল মোল্ল্যা (৩৫) সাথে লাবনীর বিয়ে হয়। তাদের একটি ৯ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে লাবনীকে নির্যাতন করতো স্বামী আফজাল। কিন্তু হতদিরদ্র পিতা সাইফল্লাহ যৌতুকের টাকা দিতে ব্যর্থ হন। এরই এক পর্যায়ে আজ রবিবার সকালে আফজাল তার মেয়ে লাবীকে পিটিয়ে হত্যা করে বলে তিনি অভিযোগ করেন ।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) জয়নাল আবেদিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে নিহতের বাবা। মরদেহের ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিবিএ/মোখলেছুর রহমান/এসডি