মাগুরায় দুই নারীসহ চার মাদক কারবারী গ্রেফতার

পিবিএ,মাগুরা: মাগুরায় শহরের পারনান্দুয়ালীর শান্তিপাড়া এলাকা থেকে আজ রবিবার দুপুরে দুই নারীসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৬৯ পিচ ইয়াবা জব্দ করা হয়। ঢাকা থেকে জব্দকৃত ইয়াবাগুলো বিশেষ কৌশলে পাকস্থলিতে বহন করে মাগুরায় নিয়ে আসে বলে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে জানিয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, গ্রেফতারকৃতরা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে তারা জানিয়েছে ঢাকা থেকে ইয়াবাগুলি তারা চার জন ছোট ছোট পলিথিনে আবদ্ধ করে নিজ নিজ পাকস্থলিতে বহন করে মাগুরায় নিজ বাড়িতে আসে। পরে কলা, গরম পানি ও বিভিন্ন খাবার খেয়ে মল ত্যাগের মাধ্যমে বের করে ঘরে লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে আশিকুলের বাড়িতে অভিযান চলিয়ে তাদের হেফাজতে থাকা এগুলি জব্দ করে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে মৃত নজরুল ইসলামের স্ত্রী মমতা বেগম (৫৫), ছেলে আশিকুল ইসলাম (৩০), মেয়ে কেয়া খাতুন (২০) ও জামাই শ্রীপুরের তারাউজিল গ্রামের মোরসালিন বাবুকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

পিবিএ/মোখলেছুর রহমান/এসডি

আরও পড়ুন...